Mohammedan SC: মার্কাস জোসেফকে ঘিরে প্রতিপক্ষ বধের ছক কষা শুরু কোচ চেরনশিভের

Marcus Joseph

রবিবার আইলিগে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) খেলতে নামছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে পঞ্চকুলাতে।লিগে নিজেদের প্রথম খেলাতে সাদা কালো শিবির হেরে গিয়েছে গোকুলাম কেরালা এফসির কাছে।ফলে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবতে নারাজ মার্কাস জোসেফরা। গোকুলামের বিরুদ্ধে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মহামেডান ফুটবলার মার্কাস জোসেফ। তবে রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: মার্কাস জোসেফকে ঘিরে প্রতিপক্ষ বধের ছক কষা শুরু কোচ চেরনশিভের

Marcus Joseph

রবিবার আইলিগে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) খেলতে নামছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে পঞ্চকুলাতে।লিগে নিজেদের প্রথম খেলাতে সাদা কালো শিবির হেরে গিয়েছে গোকুলাম কেরালা এফসির কাছে।ফলে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবতে নারাজ মার্কাস জোসেফরা।

গোকুলামের বিরুদ্ধে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মহামেডান ফুটবলার মার্কাস জোসেফ। তবে রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে মার্কাসের খেলার জোরালো সম্ভাবনা রয়েছে।কলকাতা লিগে ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান এসসি।তবে আইলিগে এখনও জয়ের খাতা খুলতে পারেনি ব্ল্যাক প্যাহ্নর্সরা।

তাই মহামেডান কোচ আন্দ্রে চেরনশিভ চাইবেন টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে তার টিম উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক।আর দলের জয়ের রাস্তাতে ফিরে আসার ক্ষেত্রে মার্কাস জোসেফের ম্যাচ ফিট হওয়াটা অত্যন্ত জরুরি। সূত্র মারফৎ যা খবর পাওয়া যাচ্ছে তাতে করে রবিবার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম একাদশে মার্কাসকে রেখেই ছক কষবেন সাদা কালো শিবিরের রাশিয়ান কোচ চেরনশিভ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: মার্কাস জোসেফকে ঘিরে প্রতিপক্ষ বধের ছক কষা শুরু কোচ চেরনশিভের